জলপাইগুড়ি জেলার উন্নয়নের একাধিক দাবিতে বৃহস্পতিবার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করল জলপাইগুড়ি নাগরিক মঞ্চ।

0
415

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা :: জলপাইগুড়ি জেলার উন্নয়নের একাধিক দাবিতে বৃহস্পতিবার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করল জলপাইগুড়ি নাগরিক মঞ্চ।একাধিক উন্নয়নের দাবিতে জেলা শাসক দপ্তরে তাদের দাবি সনদ পেশ করেন তারা। দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জলপাইগুড়ি পৌরসভাকে কর্পোরেশনে উন্নীত করা,করলা নদীর নাব‍্যতা বৃদ্ধি করা,জলপাইগুড়ি ফার্মেসি কলেজের এম ফার্ম চালু করা,জলপাইগুড়ি হলদিবাড়ি বাস টার্মিনারস যেটি বউবাজারে অবস্থিত সেটিকে অবিলম্বে চালুকরা , উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রুপ দিতে হবে, জলপাইগুড়ির শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো,শিক্ষা র উন্নয়ন, পলিটেকনিক কলেজের পরিকাঠামো বৃদ্ধি করা,স্বাস্থ্য পরিসেবার উন্নয়ন সহ আরও বিভিন্ন দাবিতে এই সারক লিপি প্রদান করা হয়। জলপাইগুড়ি নাগরিক মঞ্চের উদ্যোগে এই স্মারক লিপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপন চক্রবর্তী, গোবিন্দ রায়।এরপর সুভাষ ফাউন্ডেশনে এক সাংবাদিক সম্মেলনে গোবিন্দ রায় বলেন জলপাইগুড়ি সামগ্রিক উন্নয়নের দাবিতে সকলের একসাথে পথ চলা প্রয়োজন সামগ্রিক জলপাইগুড়ির উন্নয়নের দাবিতে আমরা বেশ কয়েকটি দাবি জেলাশাসক এর মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে পৌঁছে দিলাম আশা রাখি সামগ্রিক জলপাইগুড়ির উন্নয়নের স্বার্থে এই দাবিগুলি কার্যকর হবে।