মালদা, নিজস্ব সংবাদদাতাঃ–ছাত্র সপ্তাহ উপলক্ষ্যে১ থেকে ৭ তারিখ পর্যন্ত ছাত্র সপ্তাহ ছিলো তার উপলক্ষে তৃণমূল ছাত্রপরিষদের উদ্যোগে আয়োজিত হল করা হলো সেচ্ছায় রক্তদান শিবির। এদিন মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাটের তৃনমুল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত করা হলো রক্তদান শিবিরের । এদিন প্রায় ৩০জন রক্তদাতা সেচ্চায় রক্তদান করেন। এদিনের ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় বামনগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি টোটন দাস বামনগোলা যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সমীর কর্মকার।এবিষয়ে। তৃনমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায় বলেন করোনা পরিস্থিতিতে সব ধরনের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে কিন্তু বিভিন্ন জায়গায় সাথে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রকৃতে সংঙ্কট থাকা রক্ত দান শিবির আমরা চালিয়ে যাচ্ছি যাতে রক্তের সংঙ্কট মেটাতে এই শিবির ছাত্র পরিষদর তরফে আগামীদিন গুলিতেও চলবে রক্তদান শিবির।