নদীয়ার বাংলাদেশ সীমান্তবর্তী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হলো আজ।

0
397

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের শাকদহ উচ্চ বিদ্যালয় থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হলো। কৃষ্ণগঞ্জ ব্লক হাসপাতালের উদ্যোগে এদিন এই টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক রাজীব বিশ্বাস জানান, টিকা প্রদানের জন্য ৫০০টি ডোজ আনা হয়েছে। বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রী ৫৭১জন। যত জন ছাত্রছাত্রী উপস্থিত হবে প্রত্যেককে টিকা দেওয়া হবে। টিকা পেয়ে খুশি ছাত্র ছাত্রীরা। তারা বলে, টিকা নেওয়ার ফলে অনেকটাই নিশ্চিন্ত হলাম, এবার নির্ভয়ে পরীক্ষা দিতে পারব।