নেতাই দিবসের প্রস্তুতি তুঙ্গে রাজনৈতিক দলগুলির।

0
306

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম: ২০১১ সালে ৭ ই জানুয়ারি লালগড় থানার নেতাই গ্রামে গণ হত্যার ঘটনাটি ঘটে । সিপিএম এর হার্মাদ বাহিনীর গুলিতে ৯ জন গ্রামবাসীর মৃত্যু হয়। আহত হয় ২৮ জন।যার ফলে লালগড়ের নেতাই গ্রামবাসীদের উদ্যোগে তৈরি করা হয় নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটি। সেই কমিটির উদ্যোগে প্রতিবছরই ৭ই জানুয়ারী পালিত হয় নেতাই শহিদ। এছাড়াও রাজনৈতিক দলগুলির উদ্যোগেও মাল্যদান করা হয় শহিদ বেদীতে।
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বৃন্দ সহ বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা ও মন্ত্রী শ্রীকান্ত মাহাত উপস্থিত যান শহিদ বেদী পরিদর্শনে। মন্ত্রী শ্রীকান্ত মাহাত জানান, ‘হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত। তার মধ্যেও আমরা নেতাই শহিদ দিবস পালন করবো। যতটা পারি লোক সংখ্যা কমানোর চেষ্টা করছি।’
বিজেপির দলীয় সূত্রে খবর, নেতাই শহিদ দিবসে শহিদ বেদীতে মাল্যদান করতে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত থাকবেন বিজেপির অন্যান্য নেতা নেতৃরা।