গরমের অজুহাতে স্কুল বন্ধ সহ তিন দফা দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের করণে স্মারকলিপি প্রদান করেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি।

0
362

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: গরমের অজুহাতে স্কুল বন্ধ সহ তিন দফা দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের করণে স্মারকলিপি প্রদান করেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি। মঙ্গলবার দুপুরে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের করণে ডিআইয়ের মাধ্যমে রাজ্যের শিক্ষা মন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হলো। এদিন কোচবিহার ডি আইয়ের কাছে ৫ জনের প্রতিনিধি দল গিয়ে ওই স্মারকলিপি দেন। এদিন সেখানে উপস্থিত থাকবেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির কোচবিহার জেলার ভাইস প্রেসিডেন্ট অসিত দে,পবিত্র দাস, আজিজুল হক,আকিব হোসেন সহ আরও অনেকে।

তাদের দাবি গুলি হলো,গরমের অজুহাতে সকালে স্কুল না করে স্কুল বন্ধ করে দেওয়ার বিরুদ্ধে, জাতীয় শিক্ষানীতিকে অনুসরণ করে কোচবিহার জেলার প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর বিরুদ্ধে এবং ৮২০৭ টি বিদ্যালয় তুলে দেওয়ার পরিকল্পনা বাতিল করার দাবিতে এই স্মারকলিপি। এই তিনটি দাবি পূরণ না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি।

এদিন এবিষয়ে অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির কোচবিহার জেলার ভাইস প্রেসিডেন্ট অসিত দে জানান,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here