লরির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর।

0
313

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- লরির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ এর আট নম্বর মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের মুস্তাফা নগর পালপাড়া এলাকায়। কাজের থেকে বাড়ি ফেরার পথে ধান বোঝাই লরি নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা গেলেন প্রমোথ দেবশর্মা বাড়ি কালিয়াগঞ্জ তরঙ্গোপুর ভেউর গ্রামে। হামেশাই এলাকায় দুর্ঘটনা ঘটে চলছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এলাকার বাসিন্দারা ও রাস্তার যানজট করে বিক্ষোভ দেখায়। দুর্ঘটনার খবর শুনে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার থেকে বিরাট পুলিশ বাহিনী। রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। কালিয়াগঞ্জ পুলিশের তৎপরতায় যানজট উঠানো হয়। কালিয়াগঞ্জ
থানা থেকে রায়গঞ্জ মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। এলাকাবাসীর অভিযোগ একটি দ্রুতগতির ধান বোঝাই লরি কালিয়াগঞ্জ থেকে কুনোর যাবার পথে সাইকেল আরোহীকে পিছে চলে যায়। জানা যাচ্ছে কিষাণ মান্ডি থেকে ধান নিয়ে কুনোর নজরুল মিলে লরিটি যাচ্ছিল। ধাক্কা মরার পরে লরিটি না থামার কারণে আরও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।