কোচবিহারের বক্সিরহাটে অবৈধ চোলাই ঘাঁটিতে হানা মহিলা সমিতির।

0
413

মনিরুল হক, কোচবিহারঃ অবৈধ চোলাই মদের ঘাঁটিতে হানা দিয়ে প্রচুর মদ নষ্ট করলো গ্রামের মহিলা সমিতির সদস্যরা। তবে বক্সিরহাট পুলিশ প্রশাসন ও আবগারি দপ্তর এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। বৃহস্পতিবার দুপুর নাগাদ কোচবিহার জেলার বক্সিরহাট থানার মহিষকুচি ১ নং গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি, ঘোনাপাড়া, ও শালডাঙ্গা বাজার সংলগ্ন এলাকার ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মহিষকুচি এক নং গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বাড়িতে অবৈধভাবে চলছিলো দেশী মদের কারবার, মদের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন গ্রামের অনেকাংশই মানুষ। গত কয়েক মাস আগেও শালডাঙ্গা গ্রামে চোলাই মদ বিক্রি বন্ধ করারো হুঁশিয়ারি দিয়েছিলেন গ্রামের মহিলা সমিতির সদস্যরা। তাতেও কোনোরূপ কাজ না হওয়ায় গ্রামের সমস্ত মহিলা একত্রিত হয়ে এদিন, অবৈধ চোলাই ভাটিতে হানা দিয়ে প্রচুর পরিমাণে মদ নষ্ট করে বলে জানান মহিলা সমিতির প্রধান ললিতা সরকার। যদিও, মহিলা সমিতির এই ঘটনায় সাধুবাদ জানিয়েছেন, রাজনৈতিক মহল থেকে শুরু করে অনেকে।