জলপাইগুড়ি শহরের আট নম্বর ওয়ার্ডের ক্লাব রোডের একাংশ এলাকা কনটেনমেন্ট জোন ঘোষণা করলেন জেলা শাসক৷

0
297

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি শহরের আট নম্বর ওয়ার্ডের ক্লাব রোডের একাংশ এলাকা কনটেনমেন্ট জোন ঘোষণা করলেন জেলা শাসক৷ শুক্রবার ওই কনটেনমেন্ট জোন এলাকায় জেলা প্রশাসন ও পুর কর্তৃপক্ষের উদ্যোগে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হল। যদিও এখনো পর্যন্ত র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় কারও পজিটিভ রিপোর্ট আসেনি। জানা গিয়েছে, কনটেনমেন্ট জোন এলাকায় এখনো পর্যন্ত পাচজন করোনা পজিটিভ হয়েছেন। অন্যদিকে গতকাল একজনের মৃত্যু হয়েছে। এই কারণে এলাকার আর কেউ সংক্রমিত রয়েছে কিনা তা জানতে প্রত্যেক বাড়ির সদস্যদের র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে জেলাশাসকের নির্দেশে বলে জানালেন সদর মহকুমাশাসক সুদীপ পাল। অন্যদিকে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এদিন ঘটনাস্থলে থেকে পরীক্ষা শিবির পরিচালনা করলেন। সৈকত বলেন, করোনা সংক্রমণ রুখতে পুরসভা যুদ্ধকালীন তৎপরতা কাজ করছেন। ভাইরাসের চেনটা রয়েছে সেটা নষ্ট করে আক্রান্তদের চিহ্নিত করতে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here