নবদ্দীপ হাসপাতালের সুপার সহ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ ও নবদ্বীপ থানায় লিখিত আকারে স্মারকলিপি জমা দিল নবদ্বীপের একাধিক সামাজিক সংগঠন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- হাসপাতালের রক্ত পাচারকারী ও অর্থের বিনিময়ে রক্তের অসাধু কারবারির সাথে যুক্ত স্বাস্থ্যকর্মীর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল ব্লাড ব্যাংকে বদলি করে আনা যাবেনা। এই দাবীতে নবদ্দীপ হাসপাতালের সুপার সহ ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ ও নবদ্বীপ থানায় লিখিত আকারে স্মারকলিপি জমা দিল নবদ্বীপের একাধিক সামাজিক সংগঠন। সম্প্রতি কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ব্লাড কেলেঙ্কারির সাথে নাম জড়ায় দুই স্বাস্থ্যকর্মীর। বর্তমানে তাঁরা জামিন পেলেও আইনি প্রক্রিয়া চলছে ওই দুই রক্ত কেলেঙ্কারির সাথে যুক্ত স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে। সম্প্রতিকালে অভিযুক্ত ওই দুই স্বাস্থ্যকর্মীকে নদীয়ার বগুলা হাসপাতালে পাশাপাশি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে বদলি করার সিদ্ধান্ত নেয় জেলা স্বাস্থ্য প্রশাসন। মূলত তারই প্রতিবাদে শুক্রবার দুপুরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালসহ নবদ্বীপ পুলিশ প্রশাসন ও ব্লাড ব্যাংক প্রশাসনের কাছে লিখিত আকারে স্মারকলিপি জমা দিলেন স্থানীয় একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তাদের দাবি, বিগত দিনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সাধারণ মানুষের স্বার্থে তিন মাস অন্তর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে প্রচুর পরিমাণে জীবনদায়ী রক্ত তুলে দেন নবদ্বীপ ব্লাড ব্যাংকের হাতে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে সর্বদা তৎপর থাকেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। কিন্তু সব জেনেশুনে একজন রক্ত কেলেঙ্কারির সাথে যুক্ত স্বাস্থ্যকর্মীকে স্থানীয় ব্লাড ব্যাংকে বদলি করা হলে আগামী দিনে সংগঠন একত্রিত হয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির পুরোপুরি ভাবে বন্ধ করে দেবে বলেও জানানো হয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে। অবিলম্বে প্রশাসন তাদের দাবি মেনে না নিলে পরবর্তীকালে আরো বড় আন্দোলনের পথে হাঁটবে তারা বলে এই দিন জানান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *