নিজস্ব সংবাদদাতা, মালদা:-ভারতের তথা গোটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কনভয়ে আটকে দিয়ে হেনস্তা করার অভিযোগ তুলে পাঞ্জাব সরকারের বিরুদ্ধে শহর জুড়ে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করল মালদা জেলা ভারতীয় যুব মোর্চা। জানা যায়, গত বুধবার পাঞ্জাবে প্রধানমন্ত্রীর সভা ছিল সেই সভায় যাওয়ার পথে পাঞ্জাবের একা উরালপুলে উপর প্রধানমন্ত্রী গাড়ি আটকে বাধা দেওয়া হয়। বেশ কিছুক্ষণ সেখানে প্রধানমন্ত্রী আটকে থাকেন সেখান থেকে পুনরায় প্রধান মন্ত্রী ফিরে আসতে হয় প্রধান মন্ত্রী দুটি সভা বাতিল হয়। সেই ঘটনায় পাঞ্জাবের কংগ্রেস সরকারের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে সারা দেশের সাথে পাশাপাশি মালদা জেলাতেও প্রতিবাদের নামে ভারতীয় জনতা পাটির কর্মী সর্থকেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাটুলি দলীয় কার্যালয় থেকে মশাল হাতে হাতে পোস্টার নিয়ে সেই ধিক্কার মিছিল বের হয়ে শহর পরিক্রমা করে ফোয়ারা মোড়ে মিছিল শেষ হয়। উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি শুভঙ্কর চম্পতি, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সহ অন্যান্য কর্মীরা।
বাইটঃ- যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়