প্রাক্তন পৌর প্রশাসক তথা প্রাক্তন বিডিও বিজনবিহারী চক্রবর্তীকে শ্রদ্ধাজ্ঞাপন।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- না ফেরার দেশে পাড়ি দিলেন বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৮০-র দশকের প্রাক্তন পৌর প্রশাসক তথা দুবরাজপুর ব্লকের প্রাক্তন বিডিও বিজন বিহারী চক্রবর্তী। আজ তাঁর মৃতদেহ দুবরাজপুর পৌরসভায় আনা হয়। সেখানে তাঁর মরদেহে ফুলের মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে, প্রশাসক মণ্ডলীর সদস্য মির্জা সৌকত আলী, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস সহ প্রাক্তন কাউন্সিলারগণ এবং পৌরসভার কর্মীরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার ফলে আজ সকালে তিনি দুবরাজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে জানান, তিনি দুবরাজপুর পৌরসভার কিছু সময়ের জন্য প্রশাসকের দায়িত্বে ছিলেন। তাছাড়াও তিনি দুবরাজপুর ব্লকের জয়েন্ট বিডিও এবং বিডিও পদেও আসীন ছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবা মূলক কাজে নিয়োজিত ছিলেন। তাই দীর্ঘ সময় দুবরাজপুর নাগরিক সমিতির সভাপতি থেকেছেন। তাই আজ বৈকালে দুবরাজপুর পৌরসভায় তাঁর মরদেহ আনা হয় এবং তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বিজন বিহারী চক্রবর্তীর আত্মার শান্তি কামনার জন্য আগামীকাল দুবরাজপুর পৌরসভার সমস্ত বিভাগের কাজ বন্ধ থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *