প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে এবং চাকদহ শহরকে যানজটমুক্ত রাখতে করোনা সচেতনতায় চাকদা থানা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পথে নামলেন পৌর প্রশাসক।

নদিয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার চাকদহ পৌরসভা, পুলিশ প্রশাসন এবং ব্যবসায়ী সমিতির উদ্যোগে,শহরকে যানজট মুক্ত এবং প্লাস্টিক মুক্ত চাকদহ গড়ে তুলতে পথে নামলেন চাকদহ পৌর প্রশাসক অধ্যাপক স্বপন গুপ্ত, সঙ্গে ছিলেন চাকদা থানার পুলিশ এবং ব্যবসায়ী সংগঠনগুলি। আজ বিভিন্ন দোকানদারদের কে যেমন সচেতন করলেন তেমনি পথচলতি সাধারণ মানুষ যাদের মুখে মাক্স নেই তাদেরকে মাক্স প্রদান করলেন এবং যাতে প্লাস্টিক বর্জন করে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করেন তার জন্য ব্যবসায়ীদেরকে সচেতন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *