বৃদ্ধাশ্রমে বৃদ্ধ ও বৃদ্ধাদের শীতবস্ত্র বিতরণ করলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শতদল দত্ত।

আবদুল হাই, বাঁকুড়াঃ ২০১৫ সালে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের ভড়া ধনঞ্জয় দাস পল্লী উন্নয়ন সেবাকেন্দ্র দ্বারা পরিচালিত এই বৃদ্ধাশ্রমটি তৈরি হয়। এই জেলার ছাড়াও অন্যান্য জেলার অধিকাংশ বৃদ্ধ বৃদ্ধাদের শান্তির ঠিকানা এই ভড়া বৃদ্ধাশ্রম।আজ বিষ্ণুপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভড়া বৃদ্ধাশ্রমের বৃদ্ধ বৃদ্ধাদের শীতবস্ত্র, মাস্ক ও মিষ্টি বিতরণ করা হয়।এ ব্যাপারে বৃদ্ধাশ্রমের সম্পাদক বলাই চন্দ্র গরাই বলেন,আমরা গুরুদেবের আশীর্বাদকে পাথেয় করে এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের সেবা করে আসছি। তবে ব্লক প্রশাসনের সাহায্য পেলে আরো ভালোভাবে আমরা পরিষেবা দিতে পারবো। তিনি আরো বলেন গত দুই বছর ধরে চলা করোনার আঁচ পড়তে দিয়নি আমাদের বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে।আজ বিডিও সাহেবের পাশে থাকা আমাদের আগামীর পথ চলতে আরো সাহস জোগালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *