মালদা জেলা প্রশাসনের পর এবার করোনার থাবা জেলা পরিষদে।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৭ জানুয়ারি: মালদা জেলা প্রশাসনের পর এবার করোনার থাবা জেলা পরিষদে। করোনায় আক্রান্ত হলেন জেলা পরিষদের ৩১ জন কর্মী। এই পরিস্থিতিতে জেলা পরিষদের সদস্যদের জেলা পরিষদে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে।জেলা পরিষদের কাজকর্ম টেলিফোনের মাধ্যমে বা ভার্চুয়ালি করা হবে বলে জানা গেছে। খুব জরুরী ভিত্তিতে কাজ থাকলেই সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে জেলা পরিষদে আসা যেতে পারে বলে শুক্রবার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
বাইট_স্বপন মিশ্র. (জেলা পরিষদের সদস্য)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *