সরকারের কাছে দাবি করণা বিধি মেনেই জলপাইগুড়ির সকল জিম খোলা হোক, এমন টাই আবেদন রাখেন জলপাইগুড়ির ফিটনেস অ্যাসোসিয়েশন।

0
295

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সরকারের কাছে দাবি করণা বিধি মেনেই জলপাইগুড়ির সকল জিম খোলা হোক।এমন টাই আবেদন রাখেন জলপাইগুড়ির ফিটনেস অ্যাসোসিয়েশন। শুক্রবার দর্জি পাড়া এলাকায় এক সাংবাদিক সম্মেলনে একথা তারা জানিয়েছে। আগামীতে তারা জেলা প্রশাসনের কাছেও জিম খোলা অনুরোধ করবেন। দীর্ঘ কয়েক মাস পর বিভিন্ন জিম গুলি খোলার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন কিন্তু বর্তমানে করণার বাড়বাড়ন্তীতির ফলে সরকার বিভিন্ন বিধি-নিষেধ আরোপ করেছেন যার মধ্যে জিম গুলিকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমত অবস্থায় জিম পাশার সাথে যারা যুক্ত তাদের পরিস্থিতি খারাপ হয়ে আসছে । তাদের দাবি অবিলম্বে করোনা বিধি মেনেই জিম গুলো খোলার দাবি রাখা হয়।