আজীবন সাজাপ্রাপ্ত আসামী প্যারোলে বাড়িতে এসে ফিরে না যাওয়ায় গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিশ ।

0
282

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আজীবন সাজাপ্রাপ্ত আসামী প্যারোলে বাড়িতে এসে ফিরে না যাওয়ায় গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিশ । ধৃত যুবকের নাম হায়দার আলি । তার বাড়ি রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হায়দার আলি কেরলে রাজমিস্ত্রির কাজ করত । সেখানে এক ব্যক্তিকে খুনের দায়ে ২০০৬ সালে তাকে গ্রেপ্তার করে কেরলের পুলিশ । তার আজীবন সশ্রম কারাদণ্ড হয় । কেরলের জেলে সাজা খাটছিল । দেশব্যাপী কোভিডের কারণে ২০২০ সালে ২০ দিনের জন্য প্যারোলে বাড়িতে আসে । তার পর আর কেরলের জেলে ফিরে যায়নি ওই যুবক । অবশেষে কেরলের জেল সুপারের নির্দেশ মতো ওই যুবককে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিশ । শনিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ।