নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- করোনা আক্রান্ত দিক থেকে এ পর্যন্ত 4000 এর গণ্ডি পার হয়েছে, মৃত্যুর সংখ্যাও পার হয়েছে 60। সম্প্রতি তৃতীয় ঢেউয়ের পর মৃত্যু হয়েছে এক বৃদ্ধের । আজও শান্তিপুর ব্লকে 15 জন এবং শহরে 13 জন আক্রান্ত হয়েছেন করোনায় । বাদ যায়নি শান্তিপুর থানাও । গত কাল 16 জন লালা রস পরীক্ষা করতে দেওয়া পুলিশকর্মীর মধ্যে শান্তিপুর আক্রান্ত 4 জন পুলিশ কর্মী, গোটা শান্তিপুর থানা চত্বর করা হলো স্যানিটাইজার স্প্রে। নেওয়া হয়েছে বিশেষ ধরনের সর্তকতা বেশ কিছু ব্যবস্থা। আক্রান্ত পুলিশকর্মীদের প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং প্রত্যেকেই সুস্থ আছে বলে জানা যায়। যদিও প্রতিদিনই প্রচুর মানুষ শান্তিপুর থানায় আসে বিভিন্ন সমস্যার জন্য, তাই কোনো রকম ভাবেই যাতে সংক্রমণ না ছড়ায় সেই দিকেই লক্ষ্য রেখে গোটা শান্তিপুর থানা চত্বর করা হলো স্যানিটাইজার স্প্রে।