চূর্নী ও মাথাভাঙ্গা নদীর জল ধারাবাহিক কালো হওয়ার প্রতিবাদে আজ বিক্ষোভ সভা করল চূর্ণী মাথাভাঙ্গা নদী কল্যাণ পরিষদ।

0
370

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চূর্নী ও মাথাভাঙ্গা নদীর জল ধারাবাহিক কালো হওয়ার প্রতিবাদে এবং জাতীয় সড়ক নির্মাণের পর নদীখাত পূর্বের অবস্থায় ফেরানোর দাবিতে আজ অবস্থান ও বিক্ষোভসভা করল চূর্ণী মাথাভাঙ্গা নদী কল্যাণ পরিষদ।চূর্ণী ও মাথাভাঙ্গা দূষণের ফলে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের সহায়তা প্রদানেরও দাবি করা হয় এদিনের দিনের অবস্থান বিক্ষোভে। গত ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে পরপর দুবার বাংলাদেশের কেরু কোম্পানির ছাড়া দূষিত জলে প্রবলভাবে দূষণের কবলে পড়ল চূর্ণী ও মাথাভাঙ্গা নদী দুটি। ইতিমধ্যেই সরকারের বিভিন্ন স্তরে চিঠি দিয়েছে চূর্ণী ও মাথাভাঙা কল্যাণ পরিষদের কর্তা ব্যক্তিরা।চিনি কলের বর্জ্য ছাড়ার জন্য এদিনও তীব্র প্রতিবাদ জানান হয়।
এসম্বন্ধে আমাদের জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here