করোনা পরিস্থিতির জন্য দুই দিনের সম্বেলন একদিনে করা হলো।

0
289

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-  করোনা পরিস্থিতির জন্য দুই দিনের সম্বেলন একদিনে করা হলো।সিপিআইএম লেবারেশনের দাদশ জেলা সম্বেলন শনিবার অনুষ্ঠিত হলো বান‍্যব নাট‍্য সমাজে।বিরোধী দল বিজেপি ,দেশকে লুঠ করার চক্রান্তের বিরুদ্ধে এই সম্বেলনের মূল বিষয়।পাশাপাশি পৌরসভা নির্বাচনের বিষয়টি নিয়ে ও আলোচনা হয় এখনে।