করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জটেশ্বরে মাস্ক বিলি করল “জয় বাংলা ফাউন্ডেশন” নামক একটি সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।

0
318

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জটেশ্বরে মাস্ক বিলি করল “জয় বাংলা ফাউন্ডেশন” নামক একটি সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। শনিবার সকালে ফালাকাটার জটেশ্বর বাস স্ট্যান্ড, জটেশ্বর বাজার সহ বিভিন্ন এলাকায় ওই সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে করোনা সচেতনতা কর্মসূচি নেওয়া হয়। এদিন শিশু, মহিলা, গাড়িচালক থেকে শুরু করে পথচারী সকলের হাতেই তুলে দেওয়া হয় মাস্ক। এদিন ওই সেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান সমরেশ পাল বলেন,”এলাকার সাধারণ মানুষকে করোনা ভাইরাস নিয়ে এদিন সচেতন করা হয়। পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের মাস্ক পরার কথা বলা হয়। এদিন এলাকার প্রায় দুই হাজার মাস্ক বিলি করা হয় সংগঠনের পক্ষ থেকে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here