ঝাড়গ্রামের নুনিয়াকুন্দ্রীগ্রামে দুই হাতির লড়াই আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।

0
393

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের নুনিয়াকুন্দ্রী গ্রামের মাঠে গিয়ে দুটি হাতি শুঁড়ে শুঁড় লাগিয়ে তীব্র লড়াই করে। প্রায় দু’ঘণ্টা ধরে নিজেদের মধ্যে দুইটি হাতির লড়াই করে বলে স্থানীয় বাসিন্দারা জানান। বিষয়টি গ্রামবাসীরা বন দফতর কে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। বহু চেষ্টা করার পর হাতি দুটিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায় বন দফতরের কর্মীরা। ওই দুটি হাটির মধ্যে একটি হাতির কপাল দিয়ে রক্ত বের হতে থাকে বলে স্থানীয় বাসিন্দারা জানান। যেভাবে দুটি হাতি গর্জন করে শুঁড়ে শুঁড় লাগিয়ে একে অপরের সাথে লড়াই করেছিল তা দেখে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।স্থানীয় বাসিন্দারা বহু চেষ্টা করেও হাতি দুটিকে আলাদা করতে পারেনি। তবে বন দফতরের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকার জঙ্গলে হাতি দুটি বর্তমানে রয়েছে। যার ফলে ওই এলাকার গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। ফের ওই দুটি হাতের মধ্যে লড়াই হলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে বলে গ্রামবাসীরা জানান । তাই হাতির লড়াই দেখতে বহু মানুষের ভিড় জমে যায় মাঠে। তবে বন দফতরের পক্ষ থেকে ওই হাতি দুটির উপর নজর রাখা হয়েছে।সেই সঙ্গে বন বিভাগের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here