ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং অঞ্চলের ১৩/৫৭ বুথের দশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়।

0
347

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে।প্রতিনিয়ত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে বহু কর্মী সমর্থক।শনিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ১ নং অঞ্চলের ১৩/৫৭ বুথের দশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়। ফালাকাটা ব্লকের দলগাঁও বস্তি এলাকায় অনুষ্ঠিত এক সভায় এলাকার দশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় বলে তৃণমূল সূত্রে খবর। মূলত উন্নয়নের স্বার্থেই এই যোগদান বলে জানান তারা। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল যুব কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সাধারণ সম্পাদক দেবজিৎ পাল অন্যান্য নেতৃবৃন্দ।