বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ ঊর্ধমুখী। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সচেতনত করা হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু করোনাকে ‘ডোন্ট কেয়ার’ ভেবে বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডল এবং দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন খোদ নামলেন রাস্তায়। এদিন দুবরাজপুর থানার সামনে রাণীগঞ্জ মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর এই অভিযান চালানো হয়। এদিন যাঁরা মুখে মাস্ক না নিয়ে রাস্তায় বেরিয়েছেন যেমন পথ যাত্রী থেকে শুরু করে গাড়ী চালক তাদের ৫৫ জনকে আটক করা হয় এবং করোনা অতিমারীর জন্য সচেতন করা হয়। পরে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।