মাস্ক ছাড়া ঘুরছেন বহু মানুষ, কড়া পদক্ষেপ নিল দুবরাজপুর থানার পুলিশ : গ্রেপ্তার ১২।

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন ভাইরাস হু হু করে বাড়ছে দেশে। ফলে পশ্চিমবঙ্গেও করোনার গ্রাফ ঊর্ধমুখী। কিন্তু এখনও সাবধানতার বালাই নেই। মাস্ক ছাড়া ঘুরছেন বহু মানুষ। পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার সচেতন করা হলেও, সে কথায় কর্ণপাত করছেন না অনেকে। করোনার সংক্রমণ বাড়লেও এখনও অসচেতন সাধারণ মানুষ। মাস্ক ছাড়ায় চলছে অবাধ যাতায়াত। কবে সচেতন হবে সাধারণ মানুষ? স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের তরফ থেকে বারবার মানুষকে করোনা বিধি নিয়ে সচেতন করা সত্ত্বেও মানুষ এখনও পর্যন্ত যে কতটা বেপরোয়া তা রাস্তায় বেরোলেই বোঝা যাচ্ছে। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, শারিরীক দূরত্ব বজায় রাখা যেন অকল্পনীয়। তাই বাধ্য হয়েই ময়দানে নামতে হচ্ছে পুলিশকে। আর মাস্ক না পড়লেই চলছে পুলিশের ধরপাকড়। এমনই চিত্র ধরা পড়ল বীরভূম জেলার দুবরাজপুরে। আজ বৈকালে দুবরাজপুর শহরজুড়ে মাস্ক অভিযানে নামেন অতিরিক্ত পুলিশ সুপার (বোলপুর ) সুরজিত কুমার দে। তাঁর সাথে এই অভিযানে ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মীরা। দুবরাজপুর শহরের পাশাপাশি বাজারেও পরিদর্শন করা হল। যাঁরা বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন বা অকারণে রাস্তায় বেরিয়েছেন তাঁদের ১২ জনকে পুলিশ গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *