আগামীকাল থেকে আংশিক লক ডাউনের ঘোষণা করল দুবরাজপুর পৌরসভা।

0
295

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বাড়ছে করোনা, সেইসঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে মানুষের অসচেতনতা। স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসনের তরফ থেকে বারবার মানুষকে করোনা বিধি নিয়ে সচেতন করা সত্ত্বেও মানুষ এখনো পর্যন্ত যে কতটা বেপরোয়া তা রাস্তায় বেরোলেই বোঝা যাচ্ছে। এই করোনা অতিমারীকে আটকাতে আংশিক লক ডাউনের পথে হাঁটল দুবরাজপুর পৌরসভা। তাই বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যে, আগামীকাল অর্থাৎ ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত দুবরাজপুর শহরের সমস্ত দোকানপাট, বাজার ইত্যাদি খোলা থাকবে। তারপর সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস পত্র এবং ওষুধের দোকান খোলা থাকবে বলে জানান দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে। এমনকী বাজারে যে সব্জি বাজার রয়েছে সেই সব্জি বাজারে ভীড় কমাতে জনকল্যাণ সমিতির মাঠে স্থানান্তর করা হবে বলেও তিনি জানান। এ নিয়ে আজ দুবরাজপুর শহরের প্রতিটি জায়গায় মাইকে করে প্রচার করা হয়।