দীর্ঘদিন পি এইচ ই দপ্তরের ভাল্ব অপারেটরের কাজ করার পর আচমকাই বন্ধ বেতন, ঠিকাদারি সংস্থার এই কর্মীর হয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থিত সংগঠনের।

0
319

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- দীর্ঘদিন পি এইচ ই দপ্তরের ভাল্ব অপারেটরের কাজ করার পর আচমকাই বন্ধ বেতন, ঠিকাদারি সংস্থার এই কর্মীর হয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থিত সংগঠনের।

জলপাইগুড়ি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনে থাকা মন্ডল ঘাট অঞ্চলের পাম্প স্টেশনে দীর্ঘদিন ভাল্ব অপারেটরের কাজ করার দাবি করেন প্রহ্লাদ সরকার, এই ব্যাক্তির অভিযোগ দীর্ঘ দু বছর কাজ করার পর গত সাত ,আট মাস থেকে বেতন বন্ধ হয়ে গিয়েছে।

অপরদিকে তৃণমূল সমর্থিত আই এন টি টি ইউ সি ইউনিয়নের অন্তর্ভুক্ত পি এইচ ই , কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে প্রহ্লাদ সরকারে বিষয়টি নিয়ে মঙ্গলবার দপ্তরে আসেন ইউনিয়নের জেলা সভাপতি সুভাষ চক্রবর্তী, তিনি জানান জলপাইগুড়ি পি এইচ ই অফিসটি একটি ঘুঘুর বাসা।