আব্দুল হাই, বাঁকুড়াঃ – জেলার ব্লাড ব্যাঙ্ক গুলিতে ক্রমশ প্রবল হচ্ছে রক্তের সংকটের ছবি। এক ফোঁটা রক্তের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় এক জায়গা থেকে অন্য জায়গা।এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষু রোগীকে মৃত্যূবরণ করতে হয় ।রক্ত দান জীবন দান এই বাণীকে পাথেয় করে রক্তসংকট মেটাতে এগিয়ে এল রাসতলা স্বেচ্ছাসেবী সংগঠন। সেইমত আজ বাঁকুড়া জেলার নেতাজি স্পোটিং সেন্টারে রাসতলা স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের রক্তদান শিবিরে মোট ২১ জন রক্তদান করেন ।এর মধ্যে ১ জন মহিলা রক্তদান করেন।