করোনা রুখতে তৎপর ক্যানিং ট্রাফিক।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – প্রতিনিয়ত বাড়ছে করোনার তান্ডব।আক্রান্ত হচ্ছে চিকিৎসক,নার্স,স্বাস্থ্যকর্মী,সংবাদ মাধ্যম সহ পুলিশ প্রশাসনও। তা স্বত্বেও হুঁশ ফিরছে না। রাস্তা ঘাটে বিভিন্ন যানবাহনে মাস্কহীন সাধারণ মানুষের দাপাদাপি চলছে।ক্যানিং মহকুমার প্রায় সব এলাকায় এমন চিত্র ফুটে উটেছে। এবার যাত্রী সাধারণ ও যানবাহন চালকদের কে সতর্ক করতে পথে নামলেন ক্যানিং ট্রাফিক পুলিশ কর্মীরা। রবিবার সকাল থেকে ক্যানিংয়ের বিভিন্ন এলাকায় সচেতনতার বার্তা দিয়ে মাস্কহীন সাধারণ মানুষকে সচেতন করলেন করোনা মহামারী সম্পর্কে।ক্যানিং ট্রাফিক ট্রাফিক আধিকারীক দেবপ্রসাদ সরদার জানিয়েছেন ‘করোনা তান্ডব বাড়ছে। যারফলে গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ যাত্রীদের কে সচেতন করছি। আপনার অযথা মাস্কহীন ভাবে ঘোরাঘুরি করবেন না। মাস্ক ছাড়া কোন যানবাহনে উঠবেন না।কারণ মহামারীর বিরুদ্ধে সকলকে সচেতনতা অবলম্বন করতে হবে।একমাত্র সচেতনতাই পারে করোনার আগ্রাসী মনোভাব থেকে রক্ষা করতে। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *