চাকদহ মনিন্দ্র বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে 3 টি দোকান, দু’ঘণ্টার প্রচেষ্টায় দমকলের দুটি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে।

0
443

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রাত সাড়ে নটা নাগাদ দশকর্মার দোকানে আগুন লাগে। কল্যাণী রানাঘাট এবং পায়রাডাঙ্গা ফায়ার স্টেশনের তিনটি ইঞ্জিন দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছায় চাকদা থানার পুলিশ। এলাকা সূত্রে জানা যায়, নিরঞ্জন পাল ও পার্থ পাল দুই ভাইয়ের চাল এবং দশকর্মার দোকানে হঠাৎই আগুন জ্বলে ওঠে। প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ আগুন লাগে। ভষ্মিভূত ওই 3 দোকানের মালিকরা অবশ্য এর পেছনে ব্যাবসায়িক শত্রুতার আশঙ্কা করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকারও বেশি বলে তারা জানান। তবে ওই গলিতে আরো 25- 30 টি দোকান আগুনের হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে। সমগ্র এলাকার ব্যবসায়ীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। আপাতত আগুন নিয়ন্ত্রণে বলেই জানা গেছে।