নদীয়া চাকদহে রহস্যজনকভাবে একই পরিবারের তিন বোন রহস্যজনকভাবে নিখোঁজ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার চাকদহ থানা দুধকুমার গ্রামের একই পরিবারের তিন বোন গত কয়েকদিন ধরে নিখোঁজ। তাদের বাড়ির লোকজন চাকদহ থানায় নিখোঁজ ডায়েরি করে চারিদিকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। মেয়েদের খোঁজ পেতে বারবার যাচ্ছেন পুলিশের কাছে। অথচ বেশ কয়েকদিন কেটে যাওয়া সত্ত্বেও ওই পরিবারের লোকজন তিন বোনের কোন সন্ধান পাননি। তিন বোনের নাম নন্দিতা হালদার, সুমিতা হালদার ও সঞ্চিতা হালদার। সম্পর্কে তিনজন কাকাতো জ্যাঠতুতো বোন। প্রথম ও তৃতীয় জনের বয়স ১৫ বছর। সুমিতার বয়স ১৮ বছর। তিনজনের বাবা হোটেলে কাজ করেন। গত রবিবার সন্ধ্যা নাগাদ আচমকা নিখোঁজ হয়ে যায় নন্দিতা। তার বাবার জগাই হালদার জানিয়েছেন,’ বাড়িতে কিছু না বলে আমার মেয়ে বাড়ি থেকে বেরোনোর পর রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ছেলে আমার মেয়েকে তুলে নিয়ে চলে যায়। তারপর থেকে আমার মেয়ের কোন সন্ধান পাইনি। পরদিন পুলিশের কাছে লিখিত অভিযোগ করলেও এখনো পর্যন্ত পুলিশ আমার মেয়ের কোন সন্ধান করে দিতে পারেনি।’ এরপর গত মঙ্গলবার সকাল দশটা নাগাদ কাকাতো বোন সুস্মিতা কে নিয়ে কাছেই ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল সুমিতা। কিন্তু এরপর তারা আর বাড়ি ফেরেনি। বেলা বারোটা নাগাদ তারা একবার বাড়ির লোকজনকে ফোন করলেও শেষ পর্যন্ত সুবিচার সঙ্গেই বাড়ির লোকজন যোগাযোগ করতে পারেননি। তাই বেশ কয়েকদিন কেটে যাওয়া সত্ত্বেও মেয়েদের সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন ওই পরিবারের লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *