আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- স্বেচ্ছাসেবী সংস্থা রামধনু -র উদ্যোগে রবিবার ফালাকাটা ব্লকের দলগাঁও সরুগাও প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিন সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ ওই শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করান। ওই সংস্থার সদস্য জীবাই মিত্র জানান, ” এদিন সম্পূন কোভিড বিধি মেনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির করে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।” এই পরিষেবা পেয়ে ভীষণ খুশি এলাকাবাসী। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার স্বেচ্ছাসেবী সংস্থা রামধনু -র উদ্যোগে রবিবার ফালাকাটা ব্লকের দলগাঁও সরুগাও প্রাথমিক বিদ্যালয়...