একদিকে প্রবল ঠাণ্ডা। অন্যদিকে করোনার দাপট, এই যাঁতাকলের মধ্যে পড়ে থাকা কিছু মানুষের সামনে এবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা।

0
247

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-একদিকে প্রবল ঠাণ্ডা। অন্যদিকে করোনার দাপট। এই যাঁতাকলের মধ্যে পড়ে থাকা কিছু মানুষের সামনে এবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। গাজোলের কদুবাড়ি সিংপাড়া এলাকার বেশ কয়েক ঘর বাসিন্দাকে এবার উচ্ছেদের হুকুম দিল রেল। রবিবার রেল আধিকারিকরা পুলিশ নিয়ে হাজির হন ওই বাসিন্দাদের কাছে। রেলের জমিতে তৈরি করা বাড়িঘর অবিলম্বে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। অসহায় মানুষরা কাকুতিমিনতি করলে মাত্র ৫ দিনের সময় দেওয়া হয় তাদের। তা না হলে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন রেল আধিকারিকরা। ওই এলাকার বাসিন্দা শেফালি অধিকারী, শ্যামানন্দ ভারতী সহ অনেকেই বলেন, আমাদের কোথাও মাথা গোঁজার জায়গা নেই। কোথায় যাব কি করব কিছুই ভাবতে পারছিনা। শীত ও করোনার মধ্যে এই পরিবারগুলিকে উৎখাত করার রেলের সিদ্ধান্ত অত্যন্ত অমানবিক বলেই মনে করছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here