আজকের রেসিপিঃ চিলি সসে বিফ।।

0
272
উপকরণ : বিফ ৫০০ গ্রাম, পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, কাঁচামরিচ আস্ত ৮-১০টি, লবণ স্বাদ অনুযায়ী, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ, চিলি সস ১ কাপ, তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : হাড়সহ মাংস ছোট ছোট টুকরা করে ধুয়ে নিয়ে তাতে তেল ও সস ছাড়া সব উপকরণ এক সঙ্গে মাখিয়ে প্রায় ৩-৪ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। তারপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে মাখানো গরুর মাংস দিয়ে ভালো করে ভুনা ভুনা করে নামানোর আগে চিলি সস দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নামিয়ে পরিবেশন করুন।