উৎসাহের সাথে বাঁকুড়ার ইতুড়ী উপস্বাস্থ্য কেন্দ্রে ১৫ থেকে ১৮ বয়সী দের টিকাকরণ।

0
284

সুদীপ সেন, বাঁকুড়াঃ- করোনার টিকাকরণ রাজ্যের সর্বত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের হচ্ছে।

সেইমতো বাঁকুড়া জেলার বিভিন্ন বিদ্যালযে এই টিকা করন হয়েছে বা হচ্ছে।

যারা বাকি আছে সেই সমস্ত ছাত্র ছাত্রী এবং ১৫ থেকে ১৮ বছরের সমস্ত যুবক যুবতীদের ১০.০১.২২ বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্র গুলি ও শালতোড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে টিকা করন হচ্ছে।

ইতুড়ী উপস্বাস্থ্য কেন্দ্রে তিন শত জনের লক্ষ্য মাত্রা ছিল বলে জানা যায়।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতি উৎসাহের সাথে যুবক, যুবতী রা ভ্যাকসিন নিচ্ছে।

নিজে ভ্যাকসিন নেওয়ার সাথে সাথে তারা ওপর সকল কে ভ্যাকসিন নিতে আহ্বান জানায়।