গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সোমবরি বেসরা (২৬) বছর বয়সী এক আদিবাসী মহিলা।

0
574

পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডলঃ- আত্মীয়ের বাড়িতে আত্মঘাতী হলেন এক মহিলা।
গতকাল দুপুরে বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সোমবরি বেসরা (২৬) বছর বয়সী এক আদিবাসী মহিলা।বাবার নাম সনাতন বেসরা।বাড়ি রঘুনাথপুর থানার মহুলবাড়ি গ্রামে। পুলিশ সূত্রে জানা যায় কয়েকদিন পূর্বে আত্মীয়ের বাড়ি নিতুরিযার ভস্কো গ্রামে এসেছিলেন। সেখানেই আত্মঘাতী হন। মৃতার দাদা রঞ্জিত বেসরা জানান বোন সোমবরী কয়েক দিন পূর্বে মাসীর বাড়িতে এসেছিল। মানসিক সমস্যা ছিল।পুরুলিয়া মানসিক হাসপাতালে চিকিৎসা চলছিল। কাল হঠ্যাৎ বাথরুমে ঢুকে এই কান্ড করে বসে। ততক্ষনাৎ স্হানীয় হাড়মাড্ডি হাসপাতাল নিয়ে এলে ডাক্তার বাবুরা মৃত বলে ঘোষনা করেন। আজ নিতুরিযা থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া হাসপাতালে পাঠায়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে নিতুরিযা থানার পুলিশ।