মালদায় তৃণমূলের সন্ত্রাস এবং শাসক দলের হয়ে পুলিশের কাজ করা, দলীয় কর্মী – সমর্থকদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়াসহ একাধিক অভিযোগ তুলে ইংরেজবাজার থানা ঘেরাও করলো জেলা বিজেপি নেতৃত্ব।

0
222

নিজস্ব সংবাদদাতা, মালদা:-   পুরো নির্বাচনকে ঘিরে মালদায় তৃণমূলের সন্ত্রাস এবং শাসক দলের হয়ে পুলিশের কাজ করা, দলীয় কর্মী – সমর্থকদের অন্যায়ভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়াসহ একাধিক অভিযোগ তুলে ইংরেজবাজার থানা ঘেরাও করলো জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার দুপুরে বিজেপি জেলার নেতা, সাংসদ , বিধায়করা মালদা শহর একটি বিশাল প্রতিবাদ মিছিল করে। এরপরই ইংরেজবাজার থানার সামনের রাস্তায় বসে বিক্ষোভ দেখান দলীয় নেতাকর্মীরা । এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদার বিজেপি দলের সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, দলের জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি, জেলার উত্তর ও দক্ষিণ মালদার সভাপতি উজ্জ্বল দত্ত এবং পার্থসারথী ঘোষ সহ ইংরেজবাজার পুরসভার ২৯ টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, শাসক দলের হয়ে কাজ করছে সংশ্লিষ্ট থানার পুলিশ । আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিভিন্ন ওয়ার্ডে দলীয় প্রার্থীদের মিটিং, মিছিল করতে দেওয়া হচ্ছে না। নির্বাচনী প্রচারে প্রার্থীদের পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে। দলের কর্মী-সমর্থকদের নানাভাবে হেনস্তা করছে পুলিশ । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্ন ওয়ার্ডে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করেছে। এসব নিয়ে এদিন ইংরেজবাজার থানার সামনে অবস্থান বিক্ষোভ করা হয়েছে। অবিলম্বে পুলিশ স্বচ্ছতার সাথে ভূমিকা গ্রহণ না করলে এই আন্দোলন আরও বৃহত্তর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here