চাকরির দাবিতে এবার অনশনের হুমকি।

0
318

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- চাকরির দাবিতে এবার অনশনের হুমকি।এক বছর আগে হাতির হানায় বনাঞ্চল এলাকায় বেশ কয়েকটি পরিবারের সদস্যরা কাজ করার সময় প্রাণ হারায় ,। সেইসব পরিবারেরএকজনকে চাকরির আশ্বাস সরকার দিয়েছিল। বহুবার আন্দোলন করেও কোনো সুরাহা না মেলায় এবার সেই সব পরিবারের সদস্যরা বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়ালেন। হাতির হানায় বনাঞ্চল এলাকার বেশ কিছু পরিবারের 85 জন মারা যায় এবং মারা যাবার পর তাদের পরিবারের কোনো এক সদস্যকে চাকরির দিতে হবে। এই দাবি জানার পরিবারের সদস্যরা। কিন্তু তাদের বক্তব্য সরকার তাদের চাকরি দেওয়ার নামে অনেক সময় ব্যয় করছে ।তাই এবার তারা সপরিবারে এসপি অফিসে অনশনে বসবেন বলে ঠিক করেছে । কিন্তু বিভিন্ন জায়গার পাশাপাশি জলপাইগুড়ি পাহারপুর এলাকাতেও পুলিশ তাদের আটক করে নিয়ে আসে এসপি অফিসে। তাদের দাবি মৃত পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছে।তাই চাকরি তাদের দিতে হবে।যদিও পুলিশ পাহারা দিয়ে sp অফিসে তাদের নিয়ে যায়।এরপর আলোচনা করে তারা আরও কয়েক দিন চাকরির জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছেন