নদীয়ার শান্তিপুরে শতবর্ষ প্রাচীন লাইব্রেরীর ক্রমশ বহিরাগতদের তাণ্ডবের হারাতে বসেছে সংস্কৃতি, মদ্যপানের নিয়মিত আসর, রাতের অন্ধকারে মহিলাদের আনাগোনা অবশেষে চুরির চেষ্টা।

0
360

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুরের আমড়াতলা লেনের শতবর্ষ প্রাচীন শান্তিপুর সাহিত্য পরিষদের ভবনের জানলার গরাদ ভেঙে দুটি লোহার গরাদ চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হওয়ার পর শান্তিপুর সাহিত্য পরিষদের সম্পাদক সুশান্ত মট শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন,’ দুষ্কৃতীরা সম্ভবত জানালার গরাদ ভেঙে ভেতরে ঢুকে শান্তিপুর সাহিত্য পরিষদের দুষ্প্রাপ্য পান্ডুলিপি চুরি করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত পেরে ওঠেনি।’সুশান্তবাবু অভিযোগ করেছেন,’ শান্তিপুর সাহিত্য পরিষদের নিজস্ব খোলা মাঠে ও পাশের গলিতে প্রতি সন্ধ্যায় বহিরাগত দুষ্কৃতীদের মদের আসর বসায়। মাঝেমধ্যে ওই এলাকায় মহিলাদের আনাগোনা লক্ষ্য করা যায়। বিশেষ কোন উদ্দেশ্য নিয়েই সম্ভবত সাহিত্য পরিষদের জানালার গরাদ ভেঙ্গে চুরি করে নিয়ে গিয়েছে তারা।’ পুলিশকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে শান্তিপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে। যদিও অভিযোগ পাওয়ার পর শান্তিপুর থানার পুলিশ সোমবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here