সাধারণ মানুষকে সুরক্ষা দিতে হয়েছে মেছেদাতে কোলাঘাট থানার উদ্যোগে পথ চলতি মানুষদের কোভিড টেস্টের আয়োজন।

0
314

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- ফের রাজ্যে করোনার বাড়বাড়ন্ত ঊর্ধ্বমুখী,তারই মাঝে ওমিক্রনের আতঙ্ক, এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সুরক্ষা রাখার লক্ষ্যে রাজ্য প্রশাসনের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, মহামারি ভাইরাসের সচেতনতায় সব সময় তৎপর রয়েছে প্রশাসন, এবার সাধারণ মানুষকে আরো সুরক্ষা দিতে পথচলতি মানুষদের কোভিড টেস্ট করানোর উদ্যোগ নিল প্রশাসন, সোমবার পূর্ব মেদিনীপুর জেলার মেছেদাতে কোলাঘাট থানার পুলিশের উদ্যোগে কোভিড টেস্টের আয়োজন করা হয়, জানা গিয়েছে এই দিন পথচলতি ৪০ জন কোভিড টেস্ট করিয়েছেন যার মধ্যে দুজনের পজিটিভ এসেছে, এমনটাই জানা গিয়েছে প্রশাসনের তরফ থেকে।