স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হওয়ার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে বন্ধ হতে চলেছে আউটডোর পরিষেবা।

0
440

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আগামী দিন থেকে বন্ধ হতে চলেছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে স্পেশাল আউটডোর পরিষেবা। হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, একে একে করোনাই আক্রান্ত হচ্ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এই পর্যন্ত হাসপাতালে পাঁচ জন চিকিৎসক সহ নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন তারই জেরে পরিষেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যা কমে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। চিকিৎসা মহল আশংখ্যা করছিলেন যে একের পর এক চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা আক্রান্ত হচ্ছেন তাতে যে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা গেছিল আজ তা স্পষ্ট। বিগত দিনেও একাধিক হাসপাতালে করোনার কারণে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হওয়ায় চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। আবারও নতুন করে পরিষেবা ব্যাহত হতে চলেছে ফলে আবার সমস্যায় পড়বেন সাধারণ রোগীরা, এবং চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ।