করোনা সংক্রমণ আটকাতে ও মানুষকে সচেতন করতে সোমবার রাস্তায় নেমে মাস্ক বিতরণ করলেন পুলিশ কর্মী ও নেতাকর্মীরা।

0
276

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-করোনা সংক্রমণ আটকাতে ও মানুষকে সচেতন করতে সোমবার রাস্তায় নেমে মাস্ক বিতরণ করলেন পুলিশ কর্মী ও নেতাকর্মীরা।এদিন তুলসীহাটা টোটো ইউনিয়নের প্রায় একশত টোটো চালক ও পথ চলতি মানুষদের মধ্যে মাস্ক বিতরণ করে সচেতনতামূলক বার্তা দিলেন চাঁচল মহকুমার ট্রাফিক ওসি চন্দন দে ও তুলসীহাটা অঞ্চল তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মনোজ রাম।

ট্রাফিক ওসি চন্দন দে জানান এদিন তুলসীহাটা ‌টোটো ইউনিয়নের প্রায় একশত টোটো চালকের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়।এবং তাদেরকে সচেতন করা হয় যে মাস্কবিহীন অবস্থায় কোনো যাত্রীকে টোটোতে তুলতে পারবেন না।

অঞ্চল সভাপতি মনোজ রাম জানান করোনার তৃতীয় ঢেউ চলছে।মানুষ সর্তক না হলে সারা বিশ্ব জুড়ে আবার মহামারী আকার ধারন করবে।তাই করোনাকে হারানোর একটাই উপায় মাস্ক ব্যবহার ও সচেতনতা বৃদ্ধি।

টোটো চালক সেখ কাবুল জানান পুলিশ প্রশাসন ও সরকারের সমস্ত নিয়ম বিধি মেনে চলবেন।নিজে মাস্ক ব্যবহার করবেন এবং যাত্রীদেরকেও মাস্ক ব্যবহার করতে বলবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here