মেখলিগঞ্জ সীমান্তে গরু পাচার করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক পাচারকারী।

0
274

মনিরুল হক, কোচবিহার: সীমান্তে গরু পাচার করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক গরু পাচারকারী। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে জামালদহ সীমান্তের সরদার পাড়া এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। পরে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশ কে , খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং সেখান থেকে ওই পাচারকারী ব্যক্তিকে উদ্ধার করে মেখলিগঞ্জ এর জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। পরে তার প্রাথমিক চিকিৎসা করানোর পর
মেখলিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।

আক্রান্ত ওই পাচারকারী ব্যক্তি জানিয়েছেন, সীমান্তে গরু পাচার করার সময় বিএসএফ তাকে তাড়া করেছে, বেশ কয়েকজন মিলে গরু পাচারের চেষ্টা করেছেন।কিন্তু বিএসএফের তাড়া খেয়ে খেয়েছেন বলে জানান তিনি।

যদিও ওই পাচারকারী স্পষ্ট ভাবে কোন কিছু বলছেন না। তবে বিএসএফ গুলি চালিয়েছে না লাঠিপেটা করেছে তা স্পষ্ট বলতে পারছেন না। তবে এই ব্যক্তির রক্তাক্ত অবস্থায় পড়েছিল। মেখলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছেন, পরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here