দিনহাটায় বিজেপির যুব মোর্চার কর্মী ও তার বাবাকে হামলায় দোষীদের গ্রেফতারের দাবিতে থানায় গিয়ে দেখা করলেন বিজেপি নেতৃত্বরা।

0
217

মনিরুল হক, কোচবিহারঃ বিজেপির যুব মোর্চার জেলা কমিটির সদস্য ও তার বাবার ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে দিনহাটা থানায় গিয়ে আইসির সাথে দেখা করলেন বিজেপি নেতৃত্বরা। মঙ্গলবার দুপুরে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল দিনহাটা থানার আইসি সাথে দেখা করে সংশ্লিষ্ট ওই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। এই প্রতিনিধি দলে সেখানে জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে, বিধায়ক মালতি রাভা রায় সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিন দিনহাটা থানার আইসি সাথে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি জেলা সভাপতি সুকুমার রায় বলেন, তৃণমূল কংগ্রেস দুষ্কৃতী বাহিনী যুব মোর্চার জেলা কমিটির সদস্য ও তার বাবাকে যেভাবে মারধর করেছে সেই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই দাবি নিয়ে এদিন পুলিস আধিকারিকের কাছে তারা এসেছিলেন। পৌরসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দিনহাটা অশান্তি শুরু করেছে এমনটাই অভিযোগ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here