নিজস্ব সংবাদদাতা, মালদা:- ছেলে এবং পুত্রবধূর মধ্যে হওয়া অশান্তি থামানোর চেষ্টা করেছিলেন বৃদ্ধ বাবা – মা । আর তারই জেরে বৃদ্ধ বাবা ও মা লাঠি পেটা করে জখম করার অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানা কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় । এই ঘটনার পর জখম বৃদ্ধ দম্পতিকে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করেন। পুরো বিষয়টি নিয়ে অভিযুক্ত ছেলে প্রকাশ মণ্ডলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বৃদ্ধ দম্পতি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধ দম্পতির নাম আশু মন্ডল বয়স (৬০) এবং কল্পনা মন্ডল (৫৫)। ছেলে প্রকাশ মণ্ডল এবং তার স্ত্রী চম্পা মন্ডলের মধ্যে এদিন পারিবারিক কারণে অশান্তি চলছিল। সেই সময় ছেলে ও পুত্রবধূর অশান্তি থামানোর চেষ্টা করে বৃদ্ধ বাবা-মা। লাঠি এবং ডাইনিং টেবিলের পায়া দিয়ে বৃদ্ধ বাবা-মাকে মারধোর করে বলে অভিযোগ । তাঁরা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রকাশ মণ্ডল পেশায় দিনমজুর । ঘটনার পর দুজনেই ঢাকা দিয়েছে।