মাশিলা তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির।

0
290

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সারা পৃথিবী জুড়ে করোনা জ্বরের আতঙ্কে আতঙ্কিত সারা বিশ্বের মানুষ। স্তব্ধ দেশের অর্থনৈতিক অগ্রগতির চাকা। একদিকে বেকারত্বের পারদ বাড়ছে হু হু করে, কর্মসংস্থানে আশায় দিশাহীন শিক্ষিত যুবক-যুবতীরা। অন্যদিকে মুমূর্ষ রোগীদের পাশে রক্ত দানের মাধ্যমে এগিয়ে আসছে যুবসমাজ, ক্লাব ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। রক্তদান জীবন দান এই মূলমন্ত্রকে পাথেয় করে হাওড়া জেলার সাঁকরাইল ব্লক এর মাশিলার তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। করোনা করোনা করে সবকিছু যেন লাটে উঠে বসে ছিল । সারা পশ্চিমবাংলার আপামর বাঙালির বিভিন্ন উৎসব, পাল পার্বণ অনুষ্ঠান, বিয়ে বাড়ি অনুষ্ঠান থেকে আরম্ভ করে বাদ যায়নি ব্লাড ডোনেশন ক্যাম্প এর অনুষ্ঠান ও । ধীরে ধীরে ব্লাড ব্যাঙ্কগুলি অসহায় হয়ে পড়ছিল ব্লাড নিয়মিত না আসার ফলে। রক্তদানের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা কে অক্ষুন্ন রাখার প্রয়াসে ঝাঁপিয়ে পড়লেন তরুণ সংঘ ক্লাবের সভাপতি অভিশেক দে, সম্পাদক শানু মান্না, অমিত দাস, সুমিত দাস, অভিজিৎ মান্না, হেমন্ত পাল সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং এলাকাবাসী বৃন্দ । ৫০ জন রক্তদাতার রক্ত গ্রহণ করা হয় কুঠারি ব্লাড সেন্টারের মাধ্যমে। সমগ্র অনুষ্ঠানটি কোভিড নিয়ম মেনে পালিত হয় জানালেন ক্লাবের কর্মকর্তারা, সেইসঙ্গে রক্তদাতাদের অভিনন্দন এবং শ্রদ্ধা জানালেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here