প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ উঠল আইসিডিএস স্কুল এর বিরুদ্ধে।

0
244

আবদুল হাই, বাঁকুড়াঃ এবার প্লাস্টিকের চাল দেওয়ার আভিযোগ উঠলো সংগ্রামপুর গ্রামের আইসিডিএস স্কুলের বিরুদ্ধে , জানা যায় বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত গদারডিহি গ্রাম পঞ্চায়েতের সংগ্রাম পুর গ্রামে গত দুই সপ্তাহ ধরে আইসিডিএস স্কুল চাল দিচ্ছিল সেই চালে মিশ্রিত ছিল প্লাস্টিক চাল, গ্রামের মানুষ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে চালটি জলে দিলে লম্বা হচ্ছে , এছাড়াও আগুনে দিলে প্লাস্টিকের মতই জলছে এটি একটি অন্য ধরনের চাল অর্থাৎ প্লাস্টিকের চাল এমনটাই দাবি করছে সংগ্রাম পুর গ্রামের মানুষ।

এব্যাপারে গদারডিহি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হংসরাজ বাউরী জানান আমরা খোঁজ নিয়ে দেখেছি অন্য কোন আইসিডিএস স্কুলের এমন ঘটনা ঘটেনি তবে ওই আইসিডিএস স্কুলের কিভাবে এই চাল এলো তা খতিয়ে দেখা হচ্ছে, আসলেই কি তা প্লাস্টিকের চাল তা নিয়ে সংশয় প্রকাশ ও করেছেন তিনি,
তবে এ ব্যাপারে বিষ্ণুপুর এর সাংসদ সৌমিত্র খাঁ বাঁকুড়ার জেলা শাসক কে দায়ী করেছেন, এবং তিনি বাচ্চাদের ভবিষ্যত নিয়েও প্রশ্ন তুলেছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here