করোনা সংক্রমণের ক্ষেত্রে পূর্বমেদিনীপুর জেলাকে ছাপিয়ে গেল ঝাড়গ্রাম।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- বুধবার রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে করোনা সংক্রমণে হয়েছেন ৩০৯ জন, ঝাড়গ্রাম জেলায় নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২৯৫ জন।সেখানে পূর্ব মেদিনীপুর জেলায় নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন মাত্র ২৪১ জন।যার ফলে করোনা সংক্রমণে পূর্ব মেদিনীপুর জেলাকে ছাপিয়ে গেল ঝাড়গ্রাম জেলা।এর পর পশ্চিম মেদিনীপুর জেলাকে ছাপিয়ে যাওয়ার আশংকা করছেন অনেকেই।যে ভাবে প্রশাসনের নির্দেশ অমান্য করে মকর পরবের বাজার করার জন্য হাজার হাজার মানুষ মুখে মাস্ক ব্যাবহার না করে হাটে, বাজারে ও বিভিন্ন বাজারে গিয়ে ভিড় করছেন তাতে ঝাড়গ্রাম জেলায় করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা আরো বাড়ার আশংকা করছেন ঝাড়গ্রাম জেলার এক শ্রেণীর মানুষ। ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করে চলার যেমন আবেদন জানানো হয়েছে। তেমনি করোনা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সর্বস্তরের মানুষকে করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন মাইকিং করে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে। তা সত্ত্বেও একশ্রেণীর মানুষ এখনো মুখে মাস্ক ব্যবহার না করে দিব্যি হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে ।আর মকর পরব উপলক্ষে ঝাড়গ্রাম জেলার প্রতিটি হাটে ও বাজারে ভিড় উপচে পড়ছে। হাটে ও বাজারে আসা মানুষদের অধিকাংশই মুখে মাস্ক ব্যাবহার করেনি। যার ফলে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে।সেই সঙ্গে আগামী দিনে ঝাড়গ্রাম জেলায় করোনা সংক্রমণে আক্রান্তর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে অনুমান করছেন অনেকেই ।তাই পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা কেও ছাপিয়ে যাওয়ার আশঙ্কা করছেন বেশ কিছু মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *