সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের পাণিখালি এলাকায় পানিখালী নিউ পাওয়ার ক্লাব এর উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্ম দিবসের পাশাপাশি পালিত হল জাতীয় যুব দিবস।অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি তে মাল্যদান ও পুষ্পস্তক দিয়ে অনুষ্ঠানের সূচনা, করেন এলাকার বিশিষ্টজনেরা।শুরু হয় স্বামীজীর জীবনী পর্যালোচনা এবং স্বেচ্ছায় রক্তদান উৎসব।স্বেচ্ছায় রক্তদান উৎসবের সূচনা করেন ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আফতার মোল্লা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ বৈরাগী,প্রাক্তন প্রধান ইউদালী সেখ,পালান চন্দ্র সরদার,সমাজসেবী নাসিরউদ্দিন মোল্লা, ডাঃ আকতার মোল্লা,শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক মোফাক্কার হোসেন মল্লিক, শুভঙ্কর সরদার সহ অন্যান্যরা।সম্পূর্ণ কোভিড বিধি নিষেধ মেনেই এদিন স্বামীজির ১৬০ তম জন্মদিন উপলক্ষ্যে এলাকার ১৮০ জন পুরুষ মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন।
জাতীয় যুব দিবসে বাসন্তীতে রক্তদান উৎসব।

Leave a Reply