দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে পালন করা হল স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মবার্ষিকী।

0
287

বীরভূম, সেখ ওলি মহম্মদ- সারা বিশ্বের পাশাপাশি আজ বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আধুনিক ভারতের স্রষ্টা স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মবার্ষিকী পালন করা হল। এদিন পোদ্দারবাঁধ এলাকায় স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে, দুবরাজপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য মির্জা সৌকত আলী, প্রাক্তন কাউন্সিলার বিপ্লব মাহাতা, ভাস্কর রুজ, বনমালী ঘোষ, দীপক দে, জগন্নাথ দত্ত সহ আরো অনেকে। তারপর দুবরাজপুর পৌরসভার সন্নিকটে মানুষকে সচেতন করতে হাতে স্যানিটাইজার, মুখে মাস্ক পরানো হয় এবং মাস্ক বিলি করা হয়। উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী ভারতে জাতীয় যুব দিবস “যুব দিবস” বা “স্বামী বিবেকানন্দের জন্মদিন” হিসাবে পূর্ণ উদ্যমে পালিত হয়। স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তারিখে জন্মগ্রহণ করেন। এদিন পৌর প্রশাসক পীযূষ পান্ডে জানান, প্রতি বছর আমরা জাঁকজমক ভাবে এই দিনটি পালন করি। কিন্তু করোনা অতিমারীর জন্য এ বছর অনুষ্ঠানে একটু কাটছাঁট করা হয়েছে। আগামী বছর আরো ভালো করে করব এটাই আশা করছি।