বাঁকুড়া জেলায় স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন।

0
388

সুদীপ সেন, বাঁকুড়া:- ১২ ই জানু়য়ারী বীর সন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন।

যথাযোগ্য মর্যাদা সহকারে কোভিড বিধি মেনে এই দিনটি সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলা তেও পালন করা হলো।

বাঁকুড়া র চাঁদ মারী ডাঙার বিবেকানন্দ উদ্যানে স্বামীজির প্রতিকৃতিতে মাল্য দান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে স্বামীজি কে স্মরণ করেন ও শ্রদ্ধা জানান বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার এবং ভাইস চেয়ারম্যান গৌতম দাস।